ভালো ফলাফলের ধারাবাহিকতায় ঢাকা কমার্স কলজ
- ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে কমার্স বিশেষায়িত দেশের সেরা এই কলেজ। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় কলেজটির ২৮০২ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৭৯৫ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৭৫%। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে সর্বমোট ১৭২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভর্তিকালীন সময়ে উভয় শাখার ২৮৩ জন ছিল জিপিএ-৫ অর্জনকারী। অর্থাৎ এই কলেজে ভর্তির পর ১৪৩৭ জনই জিপিএ-৫ অর্জন করে।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১২৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১২৭৪ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ৫৬১ জন। পাসের হার ৯৯.৯২%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ৪২ জন ছিল জিপিএ-৫ প্রাপ্ত। ৫১৯ জনই কলেজটির তত্ত্বাবধানের মাধ্যমে জিপিএ-৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%। ২০১৯ সালে খোলা বিজ্ঞান শাখা থেকে ১৫২৭ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করে ১৫২১ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১১৫৯ জন। পাসের হার ৯৯.৬১%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ২৪১ জন জিপিএ-৫ প্রাপ্ত ছিল। ৯১৮ জনই কলেজটির তত্ত্বাবধানে জিপিএ-৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাসের হার ছিল ৯৯.৪১% এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ বছরে কলেজের গড় পাসের হার প্রায় ১০০%। ভালো ফলাফল অর্জন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই অর্জন। তিনি আরো বলেন, দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির চেষ্টায় আমরা অধিকতর যতœশীল।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিংয়ে ঢাকা কমার্স কলেজ ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।